Advertisement
Advertise With Vidude
@Vigoroussavant
Subscribers
0 Videos
0 Total Views
আল্লাহ তাআলার গুণবাচক সুন্দর ৯৯টি নামকে বলা হয় আসমাউল হুসনা। 'আসমা' অর্থ নাম, 'হুসনা' অর্থ সুন্দর। এই ৯৯টি নাম প্রতিটি আল্লাহর একেকটি গুণ ও বৈশিষ্ট্য প্রকাশ করে। মুসলিমরা বিশ্বাস করেন, আল্লাহর গুণবাচক নামগুলো পাঠ করলে হৃদয়ে প্রশান্তি আসে এবং আল্লাহর নৈকট্য অর্জিত হয়। যেমন—আর রহমান (পরম করুণাময়), আর রাহিম (অতিমাত্রায় দয়ালু), আল মালিক (সার্বভৌম শাসক), আল হাকিম (সর্বজ্ঞ)। এই নামগুলো শুধু মুখে উচ্চারণ নয়, বরং জীবনে প্রতিফলন ঘটানোই প্রকৃত উদ্দেশ্য। ইসলামি শিক্ষায় বলা হয়েছে, যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করে এবং তা অনুযায়ী জীবন যাপন করে, সে জান্নাতপ্রাপ্ত হবে।